ইন্টারনেট প্যাকেজ পুরোপুরিভাবে ব্যবহার করে শেষ হওয়ার আগেই মেয়াদ শেষ হয়ে গেলে সেক্ষেত্রে অব্যবহৃত ডাটা নষ্ট হয়ে যায়। এরকম অবস্থায় অকারণে আমাদের টাকা নষ্ট হয়। তবে গ্রামীণফোন সিম ব্যবহারকারী দের জন্য সুখবর হলো- তারা চাইলে মেয়াদ শেষ হতে যাওয়া ইন্টারনেট প্যাকেজ এর মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন বেশ সহজে। এই পোস্টে জানাবো গ্রামীণফোন ইন্টারনেট মেয়াদ বৃদ্ধি করার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য।
গ্রামীণফোন এমবি মেয়াদ বাড়ানোর উপায়
গ্রামীণফোন সিম – এর ইন্টারনেট প্যাক কেনার জন্য মাইজিপি অ্যাপ বা ইউএসএসডি কোড ব্যবহার করা যেতে পারে। গ্রামীণফোন এমবির মেয়াদ বাড়ানোর উপায় প্রসঙ্গে আসা যাক। জিপি ইন্টারনেট এর মেয়াদ বাড়ানো এখন বেশ সহজ।
গ্রামীণফোন তাদের ইন্টারনেট প্যাকেজ ব্যবহারের নিয়ম ও শর্তাবলীর তালিকায় পরিস্কারভাবে উল্লেখ করেছে – যদি মেয়াদ থাকাকালীন অবস্থায় পুনরায় একই ক্যাম্পেইন প্যাক ক্রয় করে অথবা অটো রিনিউ করলে অব্যবহৃত ইন্টারনেট নতুন ক্রয়কৃত ইন্টারনেট এর সাথে যোগ হবে।
এর মানে হলো ইন্টারনেট প্যাকের মেয়াদ শেষ হওয়ার আগে উক্ত প্যাক পুনরায় ক্রয় করা হলে সেক্ষেত্রে আগে কেনা প্যাকের অব্যবহৃত ইন্টারনেট এবং সদ্য কেনা প্যাকের ভলিউমের সাথে যুক্ত হবে। আরেকটি উদাহরণ দেয়া যাক, ধরুন আপনি ১ মাস মেয়াদের ১০ জিবি ইন্টারনেট কিনলেন এবং এর মেয়াদ আজকেই শেষ হয়ে যাবে। কিন্তু এখনো ৬ জিবি ইন্টারনেট অব্যবহৃত অবস্থায় রয়েছে। এমন অবস্থায় আপনি যদি সেই একই প্যাকের ১ মাস মেয়াদের ১০ জিবি ইন্টারনেট প্যাকটি আবার কিনেন, তখন আপনার অব্যবহৃত ৬ জিবি ইন্টারনেট, এই ১০ জিবি ইন্টারনেট এর সাথে যোগ হয়ে যাবে এবং সব ইন্টারনেট ভলিউম এর নতুন মেয়াদ হবে পরবর্তী একমাস।
🔥🔥 গুগল নিউজে বাংলা ব্লগ ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
অর্থাৎ একই ধরনের ইন্টারনেট প্যাক একাধিকবার ক্রয় করে মেয়াদ ও ইন্টারনেট ভলিউম একই সাথে যোগ করানো যাবে। এভাবে বেশ সহজে গ্রামীণফোন এমবির মেয়াদ বাড়ানো যাবে। তবে মনে রাখতে হবে, মাঝেমধ্যে একবারের জন্য আসা বিভিন্ন অফারের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। শুধুমাত্র রেগুলার ইন্টারনেট প্যাক এর ক্ষেত্রে এই এমবির মেয়াদ বাড়ানো যাবে।
জিপি এমবি’র মেয়াদ বাড়ানোর নিয়ম তাহলে কি দাঁড়ালো? সেটা হচ্ছে, একই ইন্টারনেট প্যাক মেয়াদ শেষ হওয়ার আগে পুনরায় ক্রয় করা।
জিপি এমবি’র মেয়াদ বাড়ানোর নিয়ম তাহলে কি হলো? সেটা হচ্ছে, একই ইন্টারনেট প্যাক মেয়াদ শেষ হওয়ার আগে পুনরায় সেই ইন্টারনেট প্যাক ক্রয় করা।
কোনো ইন্টারনেট প্যাক ক্রয় করার সময় সবচেয়ে নিরাপদ উপায় হলো মাইজিপি অ্যাপ ব্যবহার করে উক্ত প্যাক ক্রয় করা। এইক্ষেত্রে পরবর্তীতে মেয়াদ বাড়ানোর উদ্দেশ্যে উক্ত প্যাক কিনতে চাইলে, সেটা সহজেই কিনতে পারবেন মাইজিপি অ্যাপ থেকে।
অন্যদিকে কোড ব্যবহার করে ইন্টারনেট প্যাক কেনার ক্ষেত্রে এই সুবিধা মাঝেমধ্যেই পাওয়া যায়না। একটি কোড ব্যবহার করে পরবর্তীতে আবারও একই ইন্টারনেট প্যাক কেনা নাও যেতে পারে। এর কারণ হলো, অনেক অফার শুধুমাত্র একবার কেনার জন্যই আসে।
পুরো বিষয়টি যদি আরো একবার রিভিশন করি তাহলে জিপি এমবি মেয়াদ বাড়ানোর নিয়ম হচ্ছে – মাইজিপি অ্যাপ থেকে একই ইন্টারনেট প্যাক মেয়াদ শেষ হওয়ার আগে পুনরায় সেই প্যাক ক্রয় করা। এর ফলে অব্যবহৃত ইন্টারনেট যোগ হবে, নতুন ক্রয় করা ইন্টারনেট প্যাকের সাথে এবং মেয়াদ বেড়ে যাবে।