গ্রামীণফোন আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ ২০২৪

grameenphone unlimited internet package

গ্রামীণফোন আগেই একাধিক আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাকেজ নিয়ে এসেছিলো। এবার গ্রামীণফোন দুটি আনলিমিটেড ভলিউম অর্থাৎ আনলিমিটেড ডাটার ইন্টারনেট প্যাকেজ নিয়ে এলো। তবে স্পিড ও অন্যান্য শর্ত প্রযোজ্য সাথে সবসময়ের মতই জড়িত। তাহলে জেনে নেওয়া যাক গ্রামীণফোন আনলিমিটেড ইন্টারনেট প্যাক সম্পর্কে বিস্তারিত।

(Grameenphone unlimited internet package)

 

৭ দিন জিপি আনলিমিটেড ইন্টারনেট

গ্রামীণফোন গ্রাহকগণ ৭ দিন মেয়াদ – এর এই আনলিমিটেড ইন্টারনেট প্যাকটি কিনতে পারবেন মাত্র ২৯৮ টাকায়। প্যাকটি কেনা যাবে *121*3298# নাম্বারে ডায়াল করে।

৭ দিন মেয়াদ – এর এই প্যাকেজটি কিনতে পারবেন সকল গ্রামীণফোন গ্রাহক, তবে স্কিটো সিম ব্যবহারকারী গ্রাহকগন প্যাকটি কিনতে পারবেন না। *121*3807# নাম্বারে ডায়াল করে প্যাকটি ক্যান্সেল করা যাবে।

আনলিমিটেড ইন্টারনেট হলেও গ্রামীণফোন পরামর্শ দিয়েছে, হটস্পট এর মাধ্যমে একাধিক গ্রাহক প্যাকটি ব্যবহার করে হেভি অ্যাকসেস বা ডাউনলোড এর জন্য ব্যবহার না করা। একই সময়ে একাধিক আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ চালু করলে সেক্ষেত্রে সর্বশেষ প্যাকটি চালু থাকবে। এই আনলিমিটেড জিপি ইন্টারনেট প্যাক ব্যবহার করার সময় যদি অন্য কোনো প্যাক বন্ধ করতে চান তা করতে পারবেন *121*3807# নাম্বারে ডায়াল করে।

গ্রামীণফোন গ্রাহকগণ ২৯৮ টাকা প্যাকেজ এর ক্ষেত্রে ৪০ জিবি ইন্টারনেট ব্যবহার করার পর স্পিড কমে যাবে, এবং পরবর্তীতে সর্বোচ্চ ২৫৬কেবিপিএস স্পিড পাওয়া যাবে। মেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ PayGo চার্জ ৬.৬৬২৫ টাকা (ভ্যাট, এসডি এবং এসসি সহ) প্রযোজ্য হবে। মেয়াদ শেষ হওয়ার পর ইন্টারনেট প্যাক কেনার পূর্বে, আগের কোনো সাবস্ক্রিপশন বা ইমার্জেন্সি ব্যালেন্স বাকি থাকলে তখন রিচার্জ করা এমাউন্ট থেকে উক্ত এমাউন্ট কেটে নেওয়া হবে। সেক্ষেত্রে কাংখিত প্যাক চালু নাও হতে পারে।

 

৩০ দিন জিপি আনলিমিটেড ইন্টারনেট

৩০ দিন মেয়াদ – এর জিপি আনলিমিটেড ইন্টারনেট কেনা যাবে মাত্র ১০৯৯ টাকায়, প্যাকটি কিনতে ডায়াল করুন *121*3999# নাম্বারে।

অফারটি বাতিল করতে *121*3830# এই নাম্বারে ডায়াল করুন এবং স্কিটো গ্রাহক ব্যতীত সকল গ্রামীণফোন গ্রাহকগণ প্যাকটি কিনতে পারবেন।

জিপি ৩০ দিন মেয়াদ এর আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজটি কেনার পর শুধুমাত্র একজন ব্যবহারকারীর ব্যবহারের জন্য প্যাকটি প্রযোজ্য। হটস্পট এর মাধ্যমে একাধিক ব্যবহারকারী প্যাকেজটি ব্যবহার না করার পরামর্শ দিয়েছে গ্রামীণফোন।

একাধিক আনলিমিটেড ইন্টারনেট প্যাক একই সময়ে কিনলে সেক্ষেত্রে সর্বশেষ প্যাকটি কার্যকর হবে। আবার চাইলে *121*3830# নাম্বারে ডায়াল করে চালু থাকা অন্য যেকোনো প্যাকেজ বন্ধ করা যাবে।

জিপি ৩০ দিন আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ এর ক্ষেত্রে প্রথম ২০০ জিবি ইন্টারনেট ব্যবহার এর পর ২৫৬ কেবিপিএস ইন্টারনেট স্পিড প্রযোজ্য হবে।

প্যাকটি কেনার পর পরবর্তী ৩০ দিন (প্যাক ক্রয়ের দিন+ ২৯ দিন) এর জন্য Chorki, Hoichoi, Lionsgate, T-sports, Bioscope, SonyLiv, I-screen– এই প্ল্যাটফর্মগুলোতে অ্যাকসেস করতে পারবেন গ্রাহক। যে ফোন নাম্বার থেকে প্যাকেজটি কেনা হয়েছে উক্ত নাম্বার ব্যবহার করে উক্ত সার্ভিসগুলোতে লগিন করে এই সুবিধা উপভোগ করা যাবে।

ইন্টারনেট প্যাক এর মেয়াদ শেষ হওয়ার পর, সর্বোচ্চ PayGo চার্জ ৬.৬৬২৫ টাকা (ভ্যাট, এসডি এবং এসসি সহ) প্রযোজ্য হবে। প্যাক কেনার আগে কোনো সাবস্ক্রিপশন প্যাক চালু থাকলে বা ইমার্জেন্সি ব্যালেন্স বাকি থাকলে সেগুলো কেটে নেওয়া হবে। এইক্ষেত্রে প্যাক চালু নাও হতে পারে।

Related Articles
Departments